
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ মেলায় অগনিত মানুষের ভিড়। সেখানে শীতের পরশও রয়েছে বেশ। তাই শীতের সময় ভক্তরা চা পান করবেন না সেটি কীভাবে সম্ভব। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিজের ব্লগে নিজের অবাক করা অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তরুণ খান্না নামে ওই প্রফেসর লিখেছেন মহাকুম্ভ মেলায় যে হারে চা বিক্রি হচ্ছে তা হয়তো সর্বকালের রেকর্ডকে ছাপিয়ে যাবে। এখানে বেশ কয়েকটি চায়ের স্টল রয়েছে। সেখান থেকে মুড়িমুড়কির মতো বিকোচ্ছে চায়ের কাপ। এখানকার মানুষ যে হারে চা পান করছেন তা দেখার মতো।
বিশ্বের অন্যতম সেরা মেলা হল এই মহাকুম্ভ মেলা। এখানে প্রায় ২৫০ মিলিয়ন মানুষের সমাগম হয়েছে। তারা দিনের পর দিন এখানে রয়েছেন। তাদের জন্য তৈরি করা হয়েছে চায়ের বিশেষ ঠেক। কর্ণাটক মিল্ক ফেডারেশন সেখানে দিনরাত দুধের যোগান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ১ কোটি কাপ চা। যদি এটি ঠিক হয় তাহলে দ্রুত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বইতে এই ইভেন্টের নাম উঠে যাবে। শুধু চা নয়, এই চায়ের স্টল থেকে দুধ এবং মিষ্টির বিক্রি করা হচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ মেলা নিয়ে এক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক করেছেন। ওই বৈঠকে এলাহাবাদ, চিত্রকূট, বারানসী এবং বিন্ধ্যাচলসহ ধর্মীয় শহরগুলির উন্নয়নের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা করেছেন। বৈঠকে যোগী আদিত্যনাথ জানান, সরকার প্রয়াগরাজ-চিত্রকূট উন্নয়ন অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং বারাণসী-বিন্ধ্যা উন্নয়ন অঞ্চল গঠনেও উদ্যোগী হবে।
এছাড়া তিনি আরও জানিয়েছেন, এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রতিটি অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ করা হবে। এর মাধ্যমে এই অঞ্চলগুলিতে দ্রুত উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা প্রয়াগরাজ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির ধারাবাহিক উন্নয়ন চাই। এজন্য আমরা আলাদা উন্নয়ন অঞ্চল গঠনের প্রয়োজন অনুভব করেছি।” তিনি আরও জানান যে, পূর্বনির্ধারিত গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজ থেকে শুরু হয়ে মির্জাপুর, ভাদোহী, কাশী, চন্দৌলি এবং গাজীপুর হয়ে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া সোনভদ্রের জাতীয় মহাসড়কেও এই এক্সপ্রেসওয়ে সংযুক্ত হবে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও